Wednesday, 27 July 2016

Book of daily mantra


Indrajal



পঞ্চ মহাপুরুষ যোগ

পঞ্চ মহাপুরুষ যোগ - মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও শনি এই ৫টি গ্রহের কোন একটি জন্মকুণ্ডলীতে লগ্ন থেকে ( অথবা চন্দ্র থেকে ) কেন্দ্রে অবস্থান করে যদি স্বক্ষেত্রে বা তুঙ্গী ক্ষেত্রে অবস্থান করে তবে ঐ প্রত্যেকটি গ্রহের জন্য আলাদা আলাদা যোগ হয়। এই ৫টি যোগ কি কি দেখা যাক।
(ক) মঙ্গল - মঙ্গল যদি যোগকারক হয় অর্থাৎ মঙ্গল যদি লগ্ন বা চন্দ্র থেকে কেন্দ্রে অবস্থান ক’রে স্বক্ষেত্রস্থ বা তুঙ্গী হয় তবে রুচক যোগ হয়।
ফল - সুন্দর সবল স্বাস্থ্য, সাহসী, বিখ্যাত, পুলিশ বা সেনা বাহিনীর নেতা, দীর্ঘায়ু। মঙ্গল যদি পাপ গ্রহ যুক্ত বা দৃষ্ট হয় তবে মঙ্গল অশুভত্ব প্রাপ্ত হওয়ায় ঐ মঙ্গল হিংসা ও ঔদ্ধত্যের কারণ হতে পারে।
(খ) বুধ - বুধ যদি একই ভাবে যোগকারক হয় তবে ভদ্র যোগ হয়।
ফল - সুন্দর গড়ন, দীর্ঘায়ু, ধীর ও সংযত বাক।
(গ) বৃহস্পতি - বৃহস্পতি লগ্ন বা চন্দ্র থেকে কেন্দ্রে স্বক্ষেত্রস্থ বা তুঙ্গী হলে হংস যোগ হয়।
ফল - পবিত্রতা প্রিয়, আভিজাত্যপূর্ণ চেহারা, লোকপ্রিয়।
(ঘ) শুক্র - শুক্র যখন উক্ত ভাবে যোগকারক হয় তখন মালব্য যোগ হয়।
ফল - পরিবারের সবাইকে নিয়ে সুখী, বিদ্বান, ঐশ্বর্য্যশালী, বাহনের মালিক, সুশ্রী।
(ঙ) শনি - শনি যোগকারক হলে শশযোগ হয়।
ফল - দাসদাসী থাকবে, স্বভাব ভাল না হলেও সম্মানের অধিকারী হতে পারে, তবে শুভ গ্রহ বৃহস্পতি বা শুক্রের সঙ্গে যুক্ত হলে ফল খুব ভাল হতে পারে। শনি জাতককে শিল্পপতিও করতে পারে।
সব ক্ষেত্রেই একটি কথা মনে রাখা প্রয়োজন। ১০ম হল সবচেয়ে শক্তিশালী কেন্দ্র। কেন্দ্রে অবস্থানের ক্ষেত্রে এই ১০ম কেন্দ্রে গ্রহ থাকলে যোগ অনেক শক্তিশালী হয়। 

Monday, 25 July 2016

Disciples of Sukracharya.

Students of Sukracharya
1.    Kacha: The son of Brihaspati, the rival of Shukracharya. Kacha won Shukracharya's trust and ultimately succeeded in learning the chemistry of resurruction from Shukracharya.
2.    Vrishaparva: King of the Asuras and father of Sharmishtha, the ancestress of the Pandavas and the Kauravas.
3.    Hiranyakashipu: Invincible King of Asuras and father of Prahlada. He was slain by Lord Vishnu.
4.    Prahlada: Devotee of Vishnu and the most powerful King of the Asuras.
5.    Numerous Asura Kings.
6.    Marutta: Chakravartin Samrat and Suryavanshi King of Vaishali. He studied the science of weapons from Shukracharya.
7.    Indrajit: Half Rakshasa and Half Asura son of Ravana. He mastered weapons from Shukracharya and Lord Shiva. He was slain by Lakshmana.
8.    Bali: Grandson of Prahlada, King of Asuras and a devotee of Vishnu
9.    Danda: The youngest and the most irresponsible son of King Ikshvaku of Ayodhya. Though he was obedient to Shukracharya, he was slain when he violated Shukra's daughter against her will. Hence his former kingdom turned into the Dandaka forests.
10.  Prithu: The first consecrated King and the first true Kshatriya.