Tuesday, 24 January 2017

Rashi mantra

মেষ রাশির মন্ত্র
ওঁ হ্রীং শ্রীং লক্ষী নারানায় নম :
বৃষ রাশির মন্ত্র
ওঁ গোপালায় উত্তরধ্বজায় নম:
মিথুন রাশির মন্ত্র
ওঁ ক্লীং শ্রী শ্রী নম:
কর্কট রাশির মন্ত্র
ওঁ হিরণ্যগর্ভায় অব্যক্ত রুপিনে নম:
সিংহ রাশির মন্ত্র
ওঁ ঘৃনি সুর্যায় নম:
কন্যা রাশির মন্ত্র
ওঁ নমো প্রীং পিতাম্বরায় নম:
তুলা,রাশির মন্ত্র
ওঁ তত্ত্বনিরাঞ্জনায় তারকরামায় নম:
বৃশ্চিক রাশির মন্ত্র
ও নমো নারায়ণায় নরসিংহায় নম:
ধনু রাশির মন্ত্র
ওঁ শ্রীং দেবকৃষ্ণায় উদ্বাসপ্তায় নম:
মকর রাশির মন্ত্র
ওঁ শ্রীং বৎসলায় নম:
কুম্ভ রাশির মন্ত্র
ওঁ শ্রীং উপেন্দ্রায় অচ্যুতায় নম:
মীন রাশির মন্ত্র
ও ক্লীং উদ্ধাতায় উদ্বারিনে নম:

Friday, 13 January 2017

Sai Baba


The Gita


Kapil muni's temple at Gangasagar


Deity in Kapil Muni temple.



বাহন যোগ

বাহন যোগ
সুনির্মল দত্ত
নিম্নোলিখিত যোগ থাকলে বাহন লাভ সম্ভাবনা থাকে:-
১) রাশীতে, ৩য়ে,৭মে বা ১১শে শুক্র থাকলে।
২) ৯ম,১০ম বা ১১শ পতী ৪র্থে থাকলে।
৩) ২য় পতী লগ্নে বা ১০ম পতী ২য়ে থাকলে।
৪) ১০ম পতী তুংগী হয়ে শুভ স্থানে থাকলে।
৫) ৪র্থ, ৭ম ও ১০ম স্থানে পুর্ণবলী চন্দ্র থাকলে।
৬) লগ্ন ও ১০ম পতীর স্থান বিনিময় হলে
৭) শুক্র ও বৃহস্পতি ৪র্থ পতী সহ কেন্দ্র বা ত্রিকোনে থাকলে।
৮) মিথুনে রাহু ও সিংহে মংগল থাকলে।
৯) ৫র্থ পতী লগ্নে থাকলে।
১০) ৪র্থ পতী কেন্দ্রে ও সেই কেন্দ্র পতী লগ্নে থাকলে।
১১) ৪র্থ ও ৫ম পতীর স্থান বিনিময় হলে।
১২) লগ্ন ও ১০ম পতির বিনময় হলে
১৩) ২য় পতী লগ্নে ও ১০ম পতী ২য়ে থাকলে।
১৪) ৯ম ও ১০ ম পতী ৪র্থ ভাবে থাকলে।
১৫) ১ম ও ৫ম পতী ৪র্থ ভাবে থাকলে।
১৬) ২য় ও ১০ম পতী স্থান বিনিময় করলে।
এ ছাড়া আরও যোগ আছে।