Monday, 1 August 2016

গ্রহরত্ন শোধন বিধি

গ্রহরত্ন শোধন বিধিঃ পৌরানিক মতে
চুনী- পাতি লেবুর রস মিশ্রত গঙ্গা জলে শোধনীয়লাল প্রবালক্ষারযুক্ত জলে শোধনীয় মুক্তা – জয়ন্তী পাতার জলে শোধনীয় । পান্না – গোদুগ্ধে শোধনীয় ।পীত পোখরাজ – কুলথ্ব কলাইর জলে শোধনীয় । হীরক – নটে পাতার জলে শোধনীয় ।নীলা – নীল ( কাপরের ) জলে শোধনীয় । গোমেদ – গোরোচনা যুক্ত জলে শোধনীয় ।বৈদুর্যমণি – ত্রিফলার জলে  
 শোধনীয় ।

বর্তমানে কোনো মন্দিরে পুরোহিতের কাছে দিয়ে শোধনীয়
ধারন বিধি    ( পুরুয়ের ) শুদ্ধ পরিধানে ও শুদ্ধ শরীরে ।
চুনী-  দক্ষিন অনামিকায় সোনা বা তামায়রবিবার সকাল ১২ টার মধ্যে লাল প্রবাল –  দক্ষিন অনামিকায়  তামায় বা রুপায় মঙ্গলবার সকাল ১২ টার  মধ্যেঐদিন বাইরে যাওয়া মানা মুক্তা দক্ষিন তর্জ্জনীতে সোনায় সোমবার সন্ধ্যায় পান্না –  দক্ষিন কনিষ্ঠায় সোনায়বুধবার সকাল ১২ টার মধ্যে পীত পোখরাজ –  দক্ষিন তর্জ্জনীতে সোনায় বৃহস্পতিবার সকাল ১২ টার মধ্যে হীরক –  দক্ষিন বৃদ্ধাঙ্গুষ্ঠতে বা মধ্যমায়  সাদা সোনায় বা প্ল্যাটিনামেশুক্রবার সন্ধ্যায় নীলা –   দক্ষিন মধ্যমায় রুপায়শনিবার সন্ধ্যায় গোমেদ –   বাম মধ্যমায় রুপায়শনি বা মঙ্গলবার সন্ধ্যায় বৈদুর্যমণি - বাম কনিষ্ঠায় সোনায় ।শনি বা মঙ্গলবার সন্ধ্যায় ।
   

স্ত্রীলোকের ক্ষেত্রে  দক্ষিনহস্তের ক্ষেত্রে বামহস্ত হবে এবং বামহস্তের ক্ষেত্রে দক্ষিন হস্ত হবে।

No comments:

Post a Comment