Sunday, 18 December 2016

জ্যোতিষ শাস্ত্র

জ্যোতিষ শাস্ত্র  
সুনির্মল দত্ত
না বুঝে আমরা কথা বলি
যে কোনো শাস্ত্রকে হেয় করি
শাস্ত্রে কোনো জ্ঞান নেই
যা ইচ্ছা তাই বলে দেই
দুনিয়ায় আছে কি এমন শাস্ত্র ?
যা সমস্ত সমস্যার এক মাত্র অস্ত্র
বদ্যি যদি সব রোগ সারাতে পারে
তবে কেন নিজে মরে ?
ভূ-পদার্থ বিদ্যা তো একটা বিজ্ঞান
আছে কি ভূকম্পের পূর্বজ্ঞান ?
জীবদেহে যত উতসেচক আছে
সেই জ্ঞান কি কোনো বিজ্ঞানীর আছে ?
আবহাওয়া বিজ্ঞান এক বিশেষ জ্ঞান হয়
সব পূর্বাভাস কি মিলে যায় ?
ঐসব বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়  
জ্যোতিষ শাস্ত্র এখনো ব্রাত্য রয়
ধনী কেন গরীব হয় ?
কেন সতীর্থের ফলের বৈষম্য হয় ?
একই মায়ের সন্তান দু রকম কেন হয় ?
কেন কিছু গরীব গরীবই রয় ?
জ্যোতিষ শাস্ত্র যদি পড়ানেো হতো
সমাজ কিছু উপকার পেত
দেশী জ্ঞানের কদর নাই
মন ভরে যখন বিদেশী পাই
অসভ্যতা ও অপসংস্কৃতি যদি বিদেশী হয়
গ্রহন করতে কোনো দ্বিধা নয়।





ধর্মকর্ম সুনির্মল দত্ত

ধর্মকর্ম
সুনির্মল দত্ত
যখন ছিলাম পেটের ভিতর
ডাকতাম তোমায় অষ্টোপ্রহর
বলতাম হে প্রভু মুক্তি দাও
আমার শ্রদ্ধাঞ্জলী তুমি নাও
যখন এলাম এই ভুবনে
কিছু দিন গেল অজ্ঞানে
যখন একটু জ্ঞান এলো
সব ভুল হয়ে গেল
একটু যখন বয়স বাড়লো
সুন্দরী তনয়ায় মন পরলো
কাঞ্চন আয় করতে গিয়ে
সব যায় যে গুলিয়ে
মিথ্যা কথায় লোক ভুলিয়ে
অজ্ঞানতায় পাপ কামিয়ে
চাইলাম সমাজে প্রতিষ্ঠা পেতে
কারো অশ্রু,বেদনার দাম রইল না এতে
কামিনী কাঞ্চনের পাল্লায় পড়ে
আসল কাজটা যায় যে সরে
যখন আর কেউ ডাকে না আমারে
তখন আমি ডাকি তোমারে
নিজের স্বার্থই হয়ত মানবধর্ম
বাকি সব অপকর্ম।
Top of Form


Tuesday, 6 December 2016

To God

To God
Sunirmal Datta
You are my guardian
You decide my course of action
Sometimes I think it is not right
But time proves it's might
You give me instruction
which brings confusion
After sometime it shows justification
We are small entity
Never think you are almighty
You are full of illusion
Always want to remain in juxtaposition
If I do some unworthy
Please correct me with your mercy
Please keep me under your vision
So that I don't get tension
Please give me power