ধর্মকর্ম
সুনির্মল দত্ত
যখন ছিলাম পেটের ভিতর
ডাকতাম তোমায় অষ্টোপ্রহর
বলতাম হে প্রভু মুক্তি দাও
আমার শ্রদ্ধাঞ্জলী তুমি নাও
যখন এলাম এই ভুবনে
কিছু দিন গেল অজ্ঞানে
যখন একটু জ্ঞান এলো
সব ভুল হয়ে গেল
একটু যখন বয়স বাড়লো
সুন্দরী তনয়ায় মন পরলো
কাঞ্চন আয় করতে গিয়ে
সব যায় যে গুলিয়ে
মিথ্যা কথায় লোক ভুলিয়ে
অজ্ঞানতায় পাপ কামিয়ে
চাইলাম সমাজে প্রতিষ্ঠা পেতে
কারো অশ্রু,বেদনার দাম রইল না এতে
কামিনী কাঞ্চনের পাল্লায় পড়ে
আসল কাজটা যায় যে সরে
যখন আর কেউ ডাকে না আমারে
তখন আমি ডাকি তোমারে
নিজের স্বার্থই হয়ত মানবধর্ম
বাকি সব অপকর্ম।
সুনির্মল দত্ত
যখন ছিলাম পেটের ভিতর
ডাকতাম তোমায় অষ্টোপ্রহর
বলতাম হে প্রভু মুক্তি দাও
আমার শ্রদ্ধাঞ্জলী তুমি নাও
যখন এলাম এই ভুবনে
কিছু দিন গেল অজ্ঞানে
যখন একটু জ্ঞান এলো
সব ভুল হয়ে গেল
একটু যখন বয়স বাড়লো
সুন্দরী তনয়ায় মন পরলো
কাঞ্চন আয় করতে গিয়ে
সব যায় যে গুলিয়ে
মিথ্যা কথায় লোক ভুলিয়ে
অজ্ঞানতায় পাপ কামিয়ে
চাইলাম সমাজে প্রতিষ্ঠা পেতে
কারো অশ্রু,বেদনার দাম রইল না এতে
কামিনী কাঞ্চনের পাল্লায় পড়ে
আসল কাজটা যায় যে সরে
যখন আর কেউ ডাকে না আমারে
তখন আমি ডাকি তোমারে
নিজের স্বার্থই হয়ত মানবধর্ম
বাকি সব অপকর্ম।
No comments:
Post a Comment