Sunday, 18 December 2016

ধর্মকর্ম সুনির্মল দত্ত

ধর্মকর্ম
সুনির্মল দত্ত
যখন ছিলাম পেটের ভিতর
ডাকতাম তোমায় অষ্টোপ্রহর
বলতাম হে প্রভু মুক্তি দাও
আমার শ্রদ্ধাঞ্জলী তুমি নাও
যখন এলাম এই ভুবনে
কিছু দিন গেল অজ্ঞানে
যখন একটু জ্ঞান এলো
সব ভুল হয়ে গেল
একটু যখন বয়স বাড়লো
সুন্দরী তনয়ায় মন পরলো
কাঞ্চন আয় করতে গিয়ে
সব যায় যে গুলিয়ে
মিথ্যা কথায় লোক ভুলিয়ে
অজ্ঞানতায় পাপ কামিয়ে
চাইলাম সমাজে প্রতিষ্ঠা পেতে
কারো অশ্রু,বেদনার দাম রইল না এতে
কামিনী কাঞ্চনের পাল্লায় পড়ে
আসল কাজটা যায় যে সরে
যখন আর কেউ ডাকে না আমারে
তখন আমি ডাকি তোমারে
নিজের স্বার্থই হয়ত মানবধর্ম
বাকি সব অপকর্ম।
Top of Form


No comments:

Post a Comment