জ্যোতিষ শাস্ত্র
সুনির্মল দত্ত
না বুঝে আমরা কথা বলি
যে কোনো শাস্ত্রকে হেয় করি
শাস্ত্রে কোনো জ্ঞান নেই
যা ইচ্ছা তাই বলে দেই
দুনিয়ায় আছে কি এমন শাস্ত্র ?
যা সমস্ত সমস্যার এক মাত্র অস্ত্র
বদ্যি যদি সব রোগ সারাতে পারে
তবে কেন নিজে মরে ?
ভূ-পদার্থ বিদ্যা তো একটা বিজ্ঞান
আছে কি ভূকম্পের পূর্বজ্ঞান ?
জীবদেহে যত উতসেচক আছে
সেই জ্ঞান কি কোনো বিজ্ঞানীর আছে ?
আবহাওয়া বিজ্ঞান এক বিশেষ জ্ঞান হয়
সব পূর্বাভাস কি মিলে যায় ?
ঐসব বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে পড়ানো
হয়
জ্যোতিষ শাস্ত্র এখনো ব্রাত্য রয়
ধনী কেন গরীব হয় ?
কেন সতীর্থের ফলের বৈষম্য হয় ?
একই মায়ের সন্তান দু রকম কেন হয় ?
কেন কিছু গরীব গরীবই রয় ?
জ্যোতিষ শাস্ত্র যদি পড়ানেো হতো
সমাজ কিছু উপকার পেত
দেশী জ্ঞানের কদর নাই
মন ভরে যখন বিদেশী পাই
অসভ্যতা ও অপসংস্কৃতি যদি বিদেশী হয়
গ্রহন করতে কোনো দ্বিধা নয়।
No comments:
Post a Comment