Sunday, 18 December 2016

জ্যোতিষ শাস্ত্র

জ্যোতিষ শাস্ত্র  
সুনির্মল দত্ত
না বুঝে আমরা কথা বলি
যে কোনো শাস্ত্রকে হেয় করি
শাস্ত্রে কোনো জ্ঞান নেই
যা ইচ্ছা তাই বলে দেই
দুনিয়ায় আছে কি এমন শাস্ত্র ?
যা সমস্ত সমস্যার এক মাত্র অস্ত্র
বদ্যি যদি সব রোগ সারাতে পারে
তবে কেন নিজে মরে ?
ভূ-পদার্থ বিদ্যা তো একটা বিজ্ঞান
আছে কি ভূকম্পের পূর্বজ্ঞান ?
জীবদেহে যত উতসেচক আছে
সেই জ্ঞান কি কোনো বিজ্ঞানীর আছে ?
আবহাওয়া বিজ্ঞান এক বিশেষ জ্ঞান হয়
সব পূর্বাভাস কি মিলে যায় ?
ঐসব বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়  
জ্যোতিষ শাস্ত্র এখনো ব্রাত্য রয়
ধনী কেন গরীব হয় ?
কেন সতীর্থের ফলের বৈষম্য হয় ?
একই মায়ের সন্তান দু রকম কেন হয় ?
কেন কিছু গরীব গরীবই রয় ?
জ্যোতিষ শাস্ত্র যদি পড়ানেো হতো
সমাজ কিছু উপকার পেত
দেশী জ্ঞানের কদর নাই
মন ভরে যখন বিদেশী পাই
অসভ্যতা ও অপসংস্কৃতি যদি বিদেশী হয়
গ্রহন করতে কোনো দ্বিধা নয়।





No comments:

Post a Comment